জেলা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পিরোজপুর জেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় নেত্রীকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে শোক প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
খালেদা জিয়ার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে নেতাকর্মীরা পিরোজপুর শহরের জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকেন। শোকাবহ পরিবেশে সকাল ৯টা থেকে মাদরাসা শিক্ষার্থীদের মাধ্যমে কোরআন খতম অনুষ্ঠিত হয়।
এরপর বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির উদ্যোগে কার্যালয়ে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীদের অনেককে অশ্রুসিক্ত চোখে প্রিয় নেত্রীর বিদায়ে শোক প্রকাশ করতে দেখা যায়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আজ আমরা অভিভাবকহারা। রাজনীতিতে আমাদের পথচলায় বেগম খালেদা জিয়া ছিলেন প্রেরণার বাতিঘর। শুধু দল নয়, পুরো জাতিই একজন অভিভাবককে হারাল।
পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ভোরে এই দুঃসংবাদ পাওয়ার পর থেকেই আমরা গভীর শোকে আচ্ছন্ন। বেগম খালেদা জিয়া আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তার ত্যাগ ও সংগ্রামের আদর্শ আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকবে।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, আজকের সংবাদে পুরো জাতি ব্যথিত। তিনি অসুস্থ অবস্থাতেও দল ও দেশের মানুষের খোঁজ রাখতেন। উন্নত চিকিৎসার দাবি জানানো হলেও তিনি তা পাননি। তার আদর্শকে ধারণ করেই আমরা রাজপথে এগিয়ে যেতে চাই।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এজে