বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
বিএনপির চেয়ারপার্সন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. রশিদুজ্জামানের স্বাক্ষরিত বিবৃতিতে এ শোক জানানো হয়।
বেগম খালেদা জিয়া সমকালে ও উত্তরকালে আলোর দিশারি মন্তব্য করে তাঁর প্রতি অতল শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করে শোকবার্তায় তারা বলেন, সময়ের অনন্ত প্রবাহের মধ্যেই প্রতিটি মানুষের জন্ম-মৃত্যু। তবু জীবন ও কর্মে কেউ কেউ সময়ের বুকে অভিঘাত তৈরি করেন, কালোত্তীর্ণ হয়ে ওঠেন। বহু-অভিধা ভূষিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কালের পরিক্রমা শেষ করে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রেখে গেলেন অনন্য জীবনকীর্তি। ইউট্যাব, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা করছে।
তারা আরও বলেন, দেশের আর্থ-রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ধর্ম-মূল্যবোধ-নৈতিকতা-সাম্য-ন্যায়বিচার-নানাবিধ উন্নয়ন-আপোশহীন সংগ্রাম, প্রভৃতি ক্ষেত্রে তাঁর অনন্য দৃষ্টান্ত আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। গণমানুষের নিবিড় ঐক্য আর অনন্য আস্থার বাতিঘর হয়ে তিনি আমৃত্যু আমাদের পথ দেখিয়েছিলেন। তাঁর কীর্তিময় জীবন-কর্ম আর মানব কল্যাণে দেখানো পথ, উত্তরকালেও আমাদের গভীর প্রেরণা। সেই পথেই আমরা অগ্রপথিক হয়ে উঠতে চাই।
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা, তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং তাঁর আদর্শিক বৃহৎ পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
প্রতিনিধি/ এজে