জেলা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারে ইন্তেকালে রাজশাহীর সর্বস্তরে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নগরীর মালোপাড়ায় বিএনপির রাজশাহী মহানগর কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার পূর্বে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এ সময় অঝোরে কাঁদতে থাকেন নেতাকর্মীরা।
আরও পড়ুন
দোয়ায় স্থানীয় মাদরাসার ছাত্ররা অংশ নেন। খালেদা জিয়ার অবদান স্মরণ করে দোয়ায় তার জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। এ সময় হু হু করেও কাঁদতে থাকেন দোয়া পরিচালনাকারী ইমাম ও মাদরাসার শিক্ষার্থীরা।
প্রতিনিধি/টিবি