জেলা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম
ঝিনাইদহ সদর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা ও স্থানীয় তথ্যের ভিত্তিতে সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টিম লেফটেন্যান্ট অর্কের নেতৃত্বে ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ভাটাতপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে অভিযানের নেতৃত্বদানকারী লেফটেন্যান্ট অর্ক বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে একটি ককটেল উদ্ধার করা হয়েছে, যা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।
উদ্ধার করা ককটেলটি ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রতিনিধি/টিবি