images

সারাদেশ

মিরসরাইয়ে মনোনয়ন জমা দিয়েছেন ৯ জন

উপজেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে মিরসরাই বিএনপির একজন, জাতীয় পার্টির দুইজন, স্বতন্ত্র দুইজন, জামায়াত ইসলামীর একজন, মুসলিমলীগ একজন, ইনসানিয়াত বিপ্লব পার্টির একজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। ওইদিন সকালে মিরসরাই সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের কাছে মনোনয়ন জমা দেন জামায়াত ইসলামের প্রার্থী ছাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী ফেরদৌস আহম্মদ চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী এরশাদ উল্ল্যা ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ সিদ্দিকী।

thumbnail_Mirsarai_Islami_Andolan_Photo

আরও পড়ুন

সাতক্ষীরার চারটি আসনে দুই দল থেকে বাবা–ছেলেসহ ২৯ জনের মনোনয়ন জমা

অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন জমা দেন বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, স্বতন্ত্র প্রার্থী শাহীদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী মো. শাহাদাৎ হোসেন ও মুসলিমলীগ প্রার্থী জুলফিকার বুলবুল।

thumbnail_Mirsarai_Jamat_Photo

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও মিরসরাই সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ওই দিন আমাদের কাছে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে জামায়াত ইসলামের একজন, জাতীয় পার্টির একজন, স্বতন্ত্র একজন, ইসলামি আন্দোলন বাংলাদেশের একজন ও ইনসানিয়াত বিপ্লব পার্টির এক প্রার্থী রয়েছে। বাকিরা চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন দাখিল করেছেন।

প্রতিনিধি/এসএস