images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নিয়াজুল করিম

জেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় ভারপ্রাপ্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান হিফজ, সাংগঠনিক সম্পাদক, মুফতি আশরাফুল ইসলাম বিলাল, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক এম আবু হানিফ নোমান, কার্যনির্বাহী সদস্য হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মাওলানা সৈয়দ আসাদুল করিম, শ্রমিক নেতা মোহাব্বত আল এহসান প্রমূখ।

মনোনয়নপত্র দাখিল শেষে মাওলানা গাজী নিয়াজুল করিম বলেন, আমি নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিন্ত করবো, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে সারা বাংলাদেশে সরবরাহ করা হয় কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে ঘরে ঘরে গ্যাস সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এজে