জেলা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিটার্নিং অফিসার জানান, সংসদীয় আসনভিত্তিক মনোনয়নপত্র জমার সংখ্যা নিম্নরূপ:
বরিশাল-১: ৫টি; বরিশাল-২: ১১টি; বরিশাল-৩: ১০টি; বরিশাল-৪: ৬টি; বরিশাল-৫: ১০টি; বরিশাল-৬: ৬টি।
তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর এই ৬টি আসনের বিপরীতে মোট ৬২টি মনোনয়নপত্র সংগৃহীত হয়েছিল, যার মধ্যে শেষ পর্যন্ত ৪৮টি জমা পড়েছে।
জেলা রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন বলেন, ‘উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।’ এসময় তিনি নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।
প্রতিনিধি/একেবি