জেলা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিএনপি, জামায়াত ইসলামী ও স্বতন্ত্রসহ ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও রিটানিং অফিসার মো. আনোয়ার সাদাত কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, বাংলাদেশ জাতায়াতে ইসলামী প্রার্থী মো. এয়াকুব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মো. নুর ইসলাম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সন্তোষিত চাকমা, লাব্রিচাই মারমা, ধর্ম জ্যোতি চাকমা, সোনা রতন চাকমা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ খেলাফতে মজলিশ মনোনীত মাওনালা আনোয়ার হোসাইন মিয়াজী, গণঅধিকার পরিষদ মনোনীত দীনময় রোয়াজা, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মো. মোস্তাফা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মনোনীত উশোপ্রু মারমা।
মনোনয়ন জমা দেওয়ার শেষে সাংবাদিকদের কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি, বিএনপির এমপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া বলেন, আমি বিগত ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক এবং অবোধ নির্বাচনের কারণে এবং তাদের কিছু অগণতান্ত্রিক আইন বাধাগ্রস্ত হয়ে আমরা নির্বাচন করতে পারি নাই। প্রায় ১৭ বছর পর প্রার্থী হয়েছি। জনগণের কাছে দোয়া চাই, সমর্থন। তিনি বলেন, জনগণ ২০০১ থেকে ২০০৬ সালে আমার কর্ম দেখেছে।
নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নিরাপত্তার আশঙ্কা বিষয় বিএনপির এমপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া বলেন, এই মুহূর্তেই সারাদেশে প্রার্থীদের ওপর থ্রেট আছে। সেই হিসাবে আমিও নিরাপত্তা হীনতায় ভুগছি। প্রার্থীদের নিরাপত্তার ঘাটতি আছে।
প্রতিনিধি/এসএস