images

সারাদেশ

নোয়াখালীর ৬টি আসনে ৮৮ প্রার্থীর মনোনয়ন জমা

জেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার মোট ৬টি নির্বাচনি এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮৮ টি আবেদনের বিপরীতে ৬২ টি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট আবেদনের ৬২ টি আবেদন জমা পড়েছে।
এর মধ্যে  

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী): 

এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৮ জন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এ. এম. মাহবুব উদ্দিন,  জামায়েত ইসলামী থেকে মো. ছাঈফ উল্যা, জাতীয় পার্টির মো. নুরুল আমিন, ইনসানিয়াত বিপ্লবের মো. মশিউর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইফতেখার উদ্দীন। এছাড়াও জেএসডি, বাংলাদেশ কংগ্রেস এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক):

 এ আসনে বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন জয়নুল আবদিন ফারুক, জামায়েত ইসলামী থেকে সাঈয়েদ আহমেদ, বিএনপির স্বতন্ত্র কাজী মফিজুর রহমান, এনসিপি থেকে সুলতান মোহাম্মদ জাকারিয়া এছাড়াও স্বতন্ত্র হিসেবে সৈয়দ নজরুল ইসলাম ও আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টির মো. শাহাদাৎ হোসেনসহ মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ):

এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মো. বরকত উল্লাহ বুলু। এছাড়াও জামায়াতে ইসলামীর মো. বোরহান উদ্দিন, খেলাফত মজলিশের মোরশেদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. রাজিব উদদৌলা চৌধুরী ও শরীফ আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর):

এ গুরুত্বপূর্ণ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মো. শাহজাহান, জামায়াতে ইসলামীর মো. ইসহাক খন্দকার, এবং ইনসানিয়াত বিপ্লবের মো. ইউনুস নবী। এছাড়াও গণঅধিকার পরিষদের আব্দুজাহের ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) এবং ইশতিয়াক হোসেন সতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট):

সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এ আসনে, মোট ১৫ জন। বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম, জামায়াতে ইসলামীর বেলায়েত হোসেন, বিএনপির স্বতন্ত্র হাসনা জসীম উদ্দীন মওদুদ এবং জেএসডির মো. কামাল উদ্দিন পাটোয়ারী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ নওশাদ,মোহাম্মদ ওমর আলী, মোহাম্মদ ইউনূস মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নোয়াখালী-৬ (হাতিয়া):

দ্বীপ উপজেলা হাতিয়া নিয়ে গঠিত এই আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির মো. মাহবুবের রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম ও শামীমা আজিম, বিএনপির স্বতন্ত্র তানভীর উদ্দিন রাজীব, শমাীমা আজীম জামায়েত ইসলামীর এ্যাড শাহ মাহফুজুল হক, এলডিপির মোহাম্মদ আবুল হোসেনের মতো প্রার্থীরা এই তালিকায় রয়েছেন।

 রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দাখিলকৃত এসব মনোনয়নপত্র বর্তমানে বাছাইয়ের পর্যায়ে রয়েছে। বাছাইয়ে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে, তিনি আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে পারবেন এবং আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এরপরই প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।

প্রতিনিধি/ এজে