images

সারাদেশ

মনোনয়নপত্র দাখিল শেষে হাদি হত্যার বিচার চাইলেন জামায়াত প্রার্থী

জেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী রেজাউল করিম ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভুঁইয়া মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন জামায়াত নেতা রেজাউল।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

রেজাউল ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও রুহুল আমিন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির।

আরও পড়ুন

লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এ্যানি

মনোনয়নপত্র জমা দেওয়ার পর রেজাউল ও রুহুল আমিন নির্বাচনি বিজয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন। রেজাউল করিম বলেন, আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে। আমরা সব শহীদদের স্মরণ করছি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই অভিযান। এই দেশের মানুষ পরিবর্তন চায়, নতুনত্ব দেখতে চাই। আগামী দিনে ইনসাফের বাংলাদেশের জন্য আমাদের প্রিয় ভাই হাদি সর্বশেষ শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। অবিলম্বে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করতে হবে। খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

প্রতিনিধি/এসএস