উপজেলা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ধামরাই উপজেলা এনসিপির তৃণমূল নেতা-কর্মীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ধামরাইয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. ইস্রাফিল খোকন।
এসময় তিনি অভিযোগ করেন, মনোনয়ন ঘোষণার আগে নাবিলা তাসনিদের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা ছিল না এবং তিনি স্থানীয় রাজনীতির সঙ্গেও যুক্ত নন। তৃণমূল নেতাকর্মীদের উপেক্ষা করে তাকে প্রার্থী করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মনোনয়ন পাওয়ার পরও নাবিলা তাসনিদ স্থানীয় নেতাকর্মী বা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেননি। এতে ক্ষুব্ধ হয়ে তাকে ধামরাই উপজেলায় এনসিপির পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এ সময় উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, উজ্জ্বল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এ বিষয়ে এনসিপির মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদের সঙ্গে যোগাযোগ করা হলে তার ক্যাম্পেইন ম্যানেজার ইঞ্জিনিয়ার সুমন জানান, বিষয়টি তারা বিবেচনায় নিচ্ছেন এবং পরে এ নিয়ে কথা বলবেন।
প্রতিনিধি/এসএস