images

সারাদেশ

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী দোলনের মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দৈনিক ঢাকা টাইমস সম্পাদক ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কাছে দোলনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন তার স্ত্রী ডা. মাফরুহা রহমান।

এদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী। 

তিনি বলেন, ‘বিকেল ৪টার আগমুহূর্তে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে তার স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন।’

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন এই সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজসেবক। স্থানীয় পর্যায়ে তার উল্লেখযোগ্য পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।

dolon2
ছবির বামপাশে আরিফুর রহমান দোলন। ডানের ছবিতে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করছেন স্ত্রী ডা. মাফরুহা রহমান। 

দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত আরিফুর রহমান দোলন দৈনিক ঢাকা টাইমস ছাড়াও সাপ্তাহিক এই সময়েরও সম্পাদক। কর্মজীবনে তিনি ‘আমাদের সময়’ পত্রিকার নির্বাহী সম্পাদক, ‘বাংলাদেশ প্রতিদিন’–এর উপ-সম্পাদক এবং ‘দৈনিক প্রথম আলো’র ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব সামলেছেন। 

পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনেও কাজ করেছেন আরিফুর রহমান দোলন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য।

সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মানবিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে ফাউন্ডেশনটিকে পরিচিত করে তুলেছেন আরিফুর রহমান দোলন। তার নেতৃত্বে ফাউন্ডেশনটি মূলত শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে।

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের ব্যানারে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে আর্থিক ও নৈতিক সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া এবং বিভিন্ন সামাজিক দুর্যোগে ত্রাণ বিতরণের মতো কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।

বিশেষ করে স্থানীয় পর্যায়ে দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া এই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। আরিফুর রহমান দোলনের পূর্বপুরুষও সমাজসেবায় যুক্ত ছিলেন।

এএইচ