images

সারাদেশ

ঝালকাঠি-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী গোলাম আজম

জেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিষয়টি কাঁঠালিয়ার ইউএনও মকবুল হোসেন নিশ্চিত করেছেন।

এদিকে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনিও সোমবার দুপুরে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ বিষয়ে গোলাম আজম সৈকত বলেন, দীর্ঘ ১৫ বছরে আমাকে মামলা ও হামলার শিকার হতে হয়েছে। আমার বিরুদ্ধে ১২টির অধিক মামলা রয়েছে এবং তিনবার গুলিবিদ্ধ, এছাড়া একাধিকবার কারাগারে ছিলাম। অনেক নির্যাতন সহ্য করেছি। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালিয়েছি। কিন্তু দল থেকে রফিকুল ইসলাম জামালকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু তিনি দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। দল তাকে মনোনয়ন দিয়েছেন, আমি দলের প্রতি আনুগত্যশীল। আমি সবশেষ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের দিক তাকিয়ে আছি।

বিএনপির মনোনীত এমপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেন, গোলাম আজমের দলীয় কোনো পদ পদবি নাই। সে নিজেকে বিদ্রোহী প্রার্থী মনে করলেও আমি তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনে করি। আর স্বতন্ত্র একজন কেন দশজন হলেও সমস্যা নাই, এতে আমার কোন প্রভাব পড়বে না।

প্রতিনিধি/ এজে