জেলা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, এবার জনগণ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে চায়। সবাই অধীর আগ্রহে আছেন দীর্ঘদিন পর ভোট দেওয়ার জন্য। আমরা সারা দেশের আসন নিয়ে খুব আশাবাদী।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
ড. রেজা কিবরিয়া বলেন, জনগণ যদি ঠিকমতো ভোট দিতে পারে তাহলে হবিগঞ্জ-১ আসনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমি মনে এবার দীর্ঘদিন পর মানুষের প্রত্যাশা পূরণ হবে। ইনশাল্লাহ বিএনপি এবার সরকার গঠন করবে।
সময় তার সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধি/ এজে