images

সারাদেশ

ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ডা. আব্দুস সালাম

জেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিল উপলক্ষ্যে সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের ডা. আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছে। প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি, ঠাকুরগাঁও-২ আসনের জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, কৃষি ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল মাদকমুক্ত করাই হবে তার অন্যতম লক্ষ্য।

এদিকে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে যে-কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর। সার্বিক পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন।

প্রতিনিধি/ এজে