জেলা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত নরসিংদী-৪(মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন (বকুল)।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম. এ মুহাইমিন আল জিহানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে পরিবারের সদস্য এবং দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে পিতার কবর জেয়ারত করেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিনিধি/ এজে