images

সারাদেশ

নাটোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী পুতুল

জেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ।

আরও পড়ুন

নরসিংদী-২ আসনে মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী মাওলানা আমজাদ

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ অপেক্ষা করছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। দেশের মানুষ যে বাংলাদেশের অপেক্ষায় রয়েছে, সে বাংলাদেশ গড়তে চাই। আমার এলাকায় যেসব উন্নয়ন হয়নি, সে উন্নয়নগুলো করতে চাই। সবচেয়ে বড় কথা দেশের মানুষের জীবন মানের উন্নয়ন করা। দল আমার উপর আস্থা রেখেছে, সেজন্য আমার দলের প্রতি চির-কৃতজ্ঞ। আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন সেজন্য আমার নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে কৃতজ্ঞ আমি।

প্রতিনিধি/এসএস