জেলা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যদি নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে এবং একটি সুষ্ঠু নির্বাচনি পরিবেশ গড়ে তোলে, তাহলে ইনশাল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মো. দেলাওয়ার হোসেন বলেন, উন্নত ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়তে হিন্দু-মুসলিম সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু ঠাকুরগাঁও নয়, সারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী দীর্ঘ ৫৪ বছর ধরে দেশে যে নষ্ট ও পচা রাজনৈতিক সংস্কৃতি চলে এসেছে, জনগণ তা আর পছন্দ করে না। সেই পুরোনো সংস্কৃতির পতন ঘটিয়ে সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা ও সম্প্রীতির ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি সারা বাংলাদেশে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, এমন একটি রাজনৈতিক সংস্কৃতি সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারলেই দেশ প্রকৃত অর্থে এগিয়ে যাবে। এ সময় তিনি জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর মোট ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন।
প্রতিনিধি/ এজে