জেলা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম
নরসিংদী-১ সদর আসন থেকে এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল ফয়সাল নির্বাচনে অংশগ্রহণ না করা ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নির্বাচনে অংশগ্রহণ না করার কথা উল্লেখ করেন। তবে কি কারণে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়াচ্ছেন তা তিনি উল্লেখ্য করেনি।
ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন,
প্রিয় নরসিংদীবাসী,
নরসিংদীর উন্নয়নের জন্য আমি ৮ দফা পরিকল্পনা নিয়ে আপনাদের কাছে এসেছি। এই ৮ দফা বাস্তবায়নের জন্য শেষ পর্যন্ত কাজ করে যাব। যারা এই ৮ দফা বাস্তবায়নে আমার সঙ্গে কাজ করতে চান, আমি সবসময় তাদের পাশে থাকব।
গত এক মাসে আপনারা যে ভালোবাসা, সমর্থন ও আন্তরিকতা দেখিয়েছেন, তাতে আমি সত্যিই অভিভূত ও ধন্য। এনসিপি করার গত এক বছরে আমি এক টাকাও উপার্জন করিনি বা কোনো ধরনের সুবিধা গ্রহণ করিনি দলের নামে ও ভবিষ্যতেও গ্রহণ করবো না।। বরং নিজের কষ্টার্জিত অর্থই ব্যয় করেছি। যারা অনুদান দিয়েছেন, তারা চাইলে তাদের অর্থ ফেরত নিতে পারেন—যদিও আমি ব্যক্তিগতভাবে এর চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেছি।
ইনশাআল্লাহ, দেশের জন্য যেকোনো ভূমিকা ও অবস্থান থেকে কাজ করে যাব। তবে স্পষ্টভাবে জানাতে চাই, এই নির্বাচনে আমি অংশগ্রহণ করছি না।
আমার পাশে থাকা সকল বন্ধু, পরিবারের সদস্য এবং স্থানীয় এনসিপি নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
প্রতিনিধি/টিবি