নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ এএম
কক্সবাজারের টেকনাফের লেদা ও আলীখালী এলাকার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ থেকে ২৫টির বেশি বসতঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার লেদা ও আলীখালী এলাকার ২৪ ও ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী অংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসন ও ক্যাম্পবাসীরাও আগুন নেভাতে সহায়তা করছেন।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, এপিবিএন, প্রশাসন ও ক্যাম্পবাসীরা সম্মিলিতভাবে কাজ করছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হবে।’
টেকনাফের লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পের এক বাসিন্দা ফাতেমার ঘরে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঝুপড়ি ঘরে ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিনিধি/এমআর