জেলা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
মাদারীপুরের কালকিনিতে চাঁদা না পেয়ে জুয়েল খান (৩৫) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরতর অবস্থায় ওই ব্যবসায়ীকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কালকিনি উপজেলার চরঠ্যাঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জুয়েল খান কালকিনি উপজেলার কাজীকান্দি এলাকার কাশেম খানের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘদিন ধরে কালকিনির চরঠ্যাঙ্গামারা এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে কাঠের ব্যবসা পরিচালনা করে আসছিল। বিকেলে জুয়েল দোকানে আসলে ওই এলাকার বাবুল বেপারীর নেতৃত্বে কয়েকজন যুবক তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। জুয়েল চাঁদা দিকে অস্বীকৃতি জানালে ক্ষুদ্ধ হয়ে ওঠেন বাবুল ও তার লোকজন। একপর্যায়ে জুয়েলকে তারা জোড়পূর্বক দোকান থেকে বের করে পাশের গরুরহাটে নিয়ে যায়। পরে তাকে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে গুরতর আহত করে বলে অভিযোগ ভুক্তভোগীর। এ সময় জুয়েলকে জিম্মি করে বিভিন্ন কথোপকপন মোবাইলে ভিডিও রেকর্ড করে তারা। পরে জুয়েলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পাঠিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ। এদিকে মামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন বাবুল বেপারী।
ভুক্তভোগী জুয়েল খান বলেন, বাবুল তার দলবল আমার দোকানে এসে প্রথমে চাঁদা চায়। না দেওয়ায় আমাকে বাহিরে নিয়ে পিটিয়ে আহত করে। চিৎকার করলে তারা পালিয়ে যায়। আমি এখন ভয়ে আছি।
রনি সরদার নামে এক ব্যবসায়ী জানান, আমার কাছেও দীর্ঘদিন ধরে বাবুল ও তার ভাই মামুন বেপারী চাঁদা দাবি করছে। চাঁদা না দেওয়ায় আমাকে বেশ কয়েকবার হুঁমকিও দিয়েছে তারা। রোববার দুপুরে আমাকে না পেয়ে আমার পাশের দোকানদারের ওপর হামলা চালায়। আমি এই ঘটনার বিচার চাই।
অভিযোগের বিষয় জানতে চাইলে বাবুল বেপারী বলেন, আমার ছোটভাই মামুন ঢাকায় বোনের বাসায় রয়েছে। কয়দিন আগে তার ওপর হামলায় চালায় প্রতিপক্ষ। এ ঘটনায় মামলাও হয়েছে। আর আমি এলাকায় নেই, দূরে আছি। আমাদের নামে উদ্দেশ্যমূলকভাবে বানোয়াট কথা বলছে। যার কোনো ভিত্তি নেই।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, জুয়েল নামে এক ব্যক্তিকে মারধর করা হয়েছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
প্রতিনিধি/ এজে