images

সারাদেশ

সিরাজগঞ্জের ৬ আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জেলা প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখন পর্যন্ত ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়েও সিরাজগঞ্জের ৩টি আসন থেকে দলের নামেই মনোনয়নপত্র কিনে নতুন করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির ৫ শীর্ষ নেতা।

রোববার (২৮ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে ৯ জন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ৬ জন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ৭ জন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ৭ জন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ৭ জন এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের একক প্রার্থী থাকলেও ৩টি আসনে বিএনপির একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ:

সিরাজগঞ্জ-৩: দলীয় মনোনয়ন পেয়েছেন ভিপি আইনুল হক। তবে এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর।

সিরাজগঞ্জ-৪: কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলীকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও মনোনয়নপত্র কিনেছেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন।

সিরাজগঞ্জ-৫: এখানে দলীয় মনোনয়ন পেয়েছেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলু।

সিরাজগঞ্জ-৬: জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম. এ. মুহিত দলীয় মনোনয়ন পেলেও মনোনয়নপত্র তুলেছেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার এবং জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল ইসলাম ছালাম।

সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, ‘বিএনপি থেকে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হলেও সেটি এখনো চূড়ান্ত নয়। দল আমাকেও মনোনয়ন দিতে পারে, সেই প্রত্যাশায় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এটাই আমার শেষ নির্বাচন।’ দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন কি না এমন প্রশ্নে তিনি জানান, বিষয়টি জনগণের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন।

সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী গোলাম মওলা খান বাবলু বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক পেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়েছিল। এবারও যদি কোনো কারণে প্রার্থী পরিবর্তন হয়, সেই সম্ভাবনা থেকেই আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’

সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী গোলাম সরোয়ার জানান, নেতাকর্মীদের চাপের মুখে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি আশাবাদী যে দল শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করবে।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, ‘একটি দলের পক্ষে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন। তবে যাচাই-বাছাই শেষে যিনি দলের চূড়ান্ত মনোনয়নপত্র জমা দেবেন, তাকেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বাকিদের প্রার্থিতা তখন বাতিল হয়ে যাবে।’

প্রতিনিধি/একেবি