জেলা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
বরিশালে তীব্র কুয়াশার কারণে ঢাকাগামী পাঁচটি বিলাসবহুল লঞ্চের যাত্রা বাতিল করেছে বিআইডব্লিউটিএ।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল নৌবন্দর থেকে সরাসরি ঢাকাগামী চারটি এবং ভায়া রুটের একটি লঞ্চের যাত্রী নামিয়ে দিয়ে এই নির্দেশনা কার্যকর করা হয়। বিআইডব্লিউটিএ বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল আবহাওয়া অফিসের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে রোববার সারাদিন সূর্যের দেখা মেলেনি। এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শুক্র ও শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস। ধারাবাহিক এই শৈত্যপ্রবাহ ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
হঠাৎ যাত্রা বাতিলের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শত শত যাত্রী। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে ওঠা যাত্রী রহিমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রচণ্ড শীতের মধ্যে দুই ঘণ্টা লঞ্চে বসে থাকার পর জানতে পারলাম আজ ঢাকা যাওয়া হবে না। এখন এই মালপত্র নিয়ে চরম দুর্ভোগের মধ্যে বাড়ি ফিরতে হচ্ছে।’
ট্রাফিক ইন্সপেক্টর জুলফিকার আলী জানান, সদর দফতরের নির্দেশনায় নিরাপত্তার স্বার্থে পারাবাত-১১ ও ১২, এম খান-৭, সুরভী-৭ এবং ভায়া রুটের সুন্দরবন-১২ লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। কুয়াশা কেটে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
প্রতিনিধি/একেবি