images

সারাদেশ

ভোলায় বিদেশি পিস্তলসহ আটক ১

জেলা প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় বিদেশি পিস্তল, অস্ত্র ও গুলিসহ রাসেল মেম্বার নামের একজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

রোববার (২৮ ডিসেম্বর) ভোর রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের শরিফ খাঁ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক। 

রাসেল মেম্বার ওই এলাকার ফরিদ মাঝির ছেলে এবং ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের শরিফ খাঁ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি রাউন্ড গুলি, ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

কোস্টগার্ড আরও জানায়, রাসেল মেম্বার দীর্ঘদিন ওই এলাকার সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন। এছাড়াও সে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আটককৃত রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে