জেলা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনটি জোটের প্রার্থীর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে যান। সেখানে তিনি স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
আলোচনাকালে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমি নিজেও প্রার্থী ছিলাম। তবে দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। এখন আমাদের জোট প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে।’
জমিয়তে উলামায়ে ইসলামের প্রতীকের কথা উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘খেজুর গাছই এখন ধানের শীষ।’ আশা করি, দলের কেউ এই সিদ্ধান্তের বাইরে যাবেন না।
এই আসনে বিএনপির অন্যতম শক্তিশালী প্রার্থী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দল জোটকে আসনটি ছেড়ে দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বর্তমানে বিএনপির সাধারণ নেতা-কর্মীদের একটি বড় অংশ রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিয়েছেন।
প্রতিনিধি/একেবি