জেলা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য তৈরির দায়ে একটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের ডা. ফরিদুল হুদা রোডে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে ডা. ফরিদুল হুদা রোডস্থ বিভিন্ন মিষ্টির দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য তৈরির দায়ে আদর্শ মাতৃভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিনদিনের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. ছফিউর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, আদর্শ মাতৃভাণ্ডারে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি ছিল। এজন্য জরিমানা করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে যেন খাদ্যদ্রব্য তৈরি করা হয়- সেজন্য সতর্ক করা হয়েছে।
প্রতিনিধি/এসএস