images

সারাদেশ

আমিনবাজারে বর্জ্যভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে গণশুনানি

উপজেলা প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

সাভারের আমিনবাজারে নির্মাণাধীন নর্থ ঢাকা ৪২.৫ মেগাওয়াট বর্জ্যভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ, ব্যয়বহুল ও জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে। 

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সাভারের বনগাঁ ইউনিয়নের কুন্ডা স্কুল মাঠে অনুষ্ঠিত এক গণশুনানি থেকে সর্বসম্মতিক্রমে এ দাবি ওঠে।

গণশুনানিতে পরিবেশ, জনস্বাস্থ্য, অর্থনীতি ও আইনি দৃষ্টিকোণ থেকে প্রকল্পটির বিরূপ প্রভাব তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার মানুষের ওপর পরিকল্পিত স্বাস্থ্যঝুঁকি চাপিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ক্ষুণ্ন হবে।

গণশুনানিতে ধারণাপত্র উপস্থাপন করেন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন)-এর কর্মকর্তা মোহাম্মদ নোমান। তিনি জানান, প্রকল্পের বিদ্যুতের ইউনিট মূল্য প্রায় ২৫.৫৬ টাকা, যেখানে দেশের গড় উৎপাদন ব্যয় প্রায় ১২ টাকা। এতে বিদ্যুতের বাড়তি ব্যয় শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়বে।

বক্তারা আরও জানান, ২৫ বছর মেয়াদি এই প্রকল্পে সরকারের ব্যয় ২ বিলিয়ন ডলারের বেশি, যা ডলার সংকটের মধ্যে দেশের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলবে। প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ মিলিয়ন ডলার, যেখানে সৌরবিদ্যুতে একই সক্ষমতা তৈরি সম্ভব অনেক কম খরচে। ঘনবসতিপূর্ণ এলাকায় প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য পোড়ানো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে। ঢাকায় এখনো উৎসে বর্জ্য পৃথকীকরণ না থাকায় এই বর্জ্য দিয়ে কার্যকর বিদ্যুৎ উৎপাদন বাস্তবে কঠিন। 

গণশুনানি থেকে প্রকল্প ও এর পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট বাতিল, বিদেশি অর্থায়ন প্রত্যাহার এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি পরিকল্পনা প্রণয়নের দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক ও আইপিডি-এর রিসার্চ ফেলো কে. এম. আসিফ ইকবাল, আকাশ, কুন্ডা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো. শাহদাত হোসেন প্রমুখ।

প্রতিনিধি/ এজে