images

সারাদেশ

সিলেট-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মুসলেহ উদ্দীন রাজু

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাওলানা মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। তিনি বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর একমাত্র ছেলে। জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি।

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সিলেট-৩ আসনে রিকশা প্রতীকের প্রার্থী হলেন মুসলেহ উদ্দীন রাজু

মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে গত ৬ ডিসেম্বর প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক। জামায়াতে ইসলামীসহ বেশ কিছু দল নিয়ে নির্বাচনি যে সমঝোতা হচ্ছে, সেখানে সিলেট-৩ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিস পাবে বলে প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু এই আসনে জোটের একক প্রার্থী হচ্ছেন।

Raju1
রাজুকে দলের প্রার্থী ঘোষণা করেন মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত

মাওলানা মুসলেহ উদ্দীন রাজু প্রায় ২০ বছর ধরে জামিয়া গহপুরের মুহতামিমের দায়িত্ব পালন করছেন। তিনি বেফাকুল মাদারিসের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সাল থেকে তিনি কওমি মাদরাসার ঐক্যবদ্ধ প্লাটফর্মটির সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন। মাওলানা শাহ আহমদ শফী রহ., মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, মাওলানা আশরাফ আলী এবং বর্তমান সভাপতি মাওলানা মাহমূদুল হাসানসহ বেফাকের মুরব্বিদের বিশেষ স্নেহধন্য তিনি। প্রতিষ্ঠানটির উন্নয়ন-অগ্রগতিতে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

আরও পড়ুন

‘কিছু আসনে সমঝোতার চেয়ে রাজনৈতিক আদর্শটাকেই গুরুত্ব দিচ্ছি’

সিলেটের তরুণ প্রভাবশালী আলেমদের মধ্যে মাওলানা রাজুর নাম শীর্ষে রয়েছে। তিনি ছাত্রজীবনে ছাত্র মজলিসের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরবর্তী সময়ে রাজনীতিতে যুক্ত হননি। এতে সব দল-মতের মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

জেবি