জেলা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
দেশি-বিদেশি জাহাজে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে নারায়ণগঞ্জ, বরিশাল ও মাদারীপুরের ‘শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট’ (এসপিটিআই) থেকে মেরিন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ১৫৭ জন তরুণ।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকায় এসপিটিআই কার্যালয়ে এই নবীন নাবিকদের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের দক্ষ নাবিক তৈরি করা সম্ভব হলে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম দ্রুত ছড়িয়ে পড়বে।’
প্রশিক্ষণ গ্রহণকারী তরুণরা জানান, দেশের প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত। নিজেদের আন্তর্জাতিক মানের দক্ষ নাবিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। উল্লেখ্য, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে এক বছর মেয়াদী এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের ভর্তি, প্রশিক্ষণ, আবাসন ও খাবারের সুব্যবস্থা করা হয়।
চট্টগ্রাম থেকে আসা প্রশিক্ষণার্থী মো. হান্নান বলেন, ‘এখান থেকে প্রশিক্ষণ নেওয়া আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। প্রশিক্ষণ শেষ হয়েছে; এখন জাহাজে কাজ করে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করতে চাই।’
বরগুনার ইব্রাহিম খলিল জানান, ‘এটি একটি চ্যালেঞ্জিং পেশা। নদী ও সমুদ্রপথে কাজ করতে সাহসের প্রয়োজন। সেই আত্মবিশ্বাস নিয়েই প্রশিক্ষণ শেষ করেছি। এখন চাকরিতে যোগ দিয়ে বেকারত্ব দূর করতে চাই।’
মাদারীপুর এসপিটিআই-এর ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন জানান, বরিশাল, নারায়ণগঞ্জ ও মাদারীপুরের এই তিনটি প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। নতুনদের উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছেন।

বরিশাল ডিপিটিআই-এর অধ্যক্ষ ক্যাপ্টেন জি.এ.এম. আলী রেজা বলেন, ‘দেশে বর্তমানে ২১ হাজার সরকারি নিবন্ধিত জাহাজ রয়েছে, যেখানে ২ লাখ ১০ হাজার কর্মী প্রয়োজন। এই বিপুল কর্মসংস্থানের সুযোগ দেশের বেকারত্ব দূর করতে বড় ভূমিকা রাখবে।’
প্রতিনিধি/একেবি