images

সারাদেশ

ফেনীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত

জেলা প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

সারা দেশের ন্যায় ফেনীতেও প্রচণ্ড ঠান্ডা ও নিম্নমুখী তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এমন শীত আগামী কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (২৮ ডিসেম্বর) ফেনীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ফেনীতে টানা হিম প্রবাহ চলছে। এতে করে হাঁড় কাপানো শীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বিপর্যস্ত অবস্থায় শীতে কষ্ট পাচ্ছে ভাসমান ও নিম্নবিত্তের মানুষ। অতি প্রয়োজন ছাড়া মানুষ তাদের ঘর থেকে বের হচ্ছে না। বিগত সময়ে শীত মৌসুমে সরকারি-বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র ও কম্বল বিতরণের হিড়িক পড়লেও এবার মানবিক কার্যক্রমেও স্থবিরতা দেখা যাচ্ছে। অতিশীতে গাছের পাতা ঝরে যাচ্ছে। পশু-পাখিও নিদারুণ কষ্টের মাঝে দিনাতিপাত করছে। গৃহপালিত গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণীর গায়ে ছালাবস্তার সামগ্রী ব্যবহার করে শীত নিবারণের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

শীতে কাঁপছে দিনাজপুর, দেখা নেই সূর্যের

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, রোববার (২৮ ডিসেম্বর) আবহাওয়া অফিস ফেনীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি এ মৌসুমের ফেনীর সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন একই মাত্রা অথবা আরও কমতে পারে।

প্রতিনিধি/এসএস