জেলা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ এএম
মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা ভয়াবহ বিস্ফোরণের শব্দে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকাজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক। শনিবার (২৭ ডিসেম্বর) রাত প্রায় ১১টার দিকে ৩-৪ মিনিটের ব্যবধানে টানা কয়েক দফায় শোনা যায় এই বিকট শব্দ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সংঘাতের ধারাবাহিকতায় গুলির শব্দ মাঝে মাঝে শোনা গেলেও এত তীব্র ও আকস্মিক বিস্ফোরণ সাম্প্রতিক সময়ে শোনা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, শব্দের তীব্রতায় অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। হোয়াইক্যং, পালংখালী, রাজাপালং, ঘুমধুমসহ সীমান্তবর্তী অন্তত ১৫টি গ্রামের মানুষ এ শব্দ শুনতে পায়।
আরও পড়ুন: সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
রোহিঙ্গা ক্যাম্পেও অনুভূত হয় একই বিস্ফোরণ। রোহিঙ্গা চিত্রগ্রাহক সাহাত জিয়া হিরো সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, মিয়ানমারের জান্তা বাহিনী উত্তর মংডু অঞ্চলে বিমান হামলা চালিয়েছে, যার শব্দ বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ছড়িয়েছে।
রাখাইনের সংবাদমাধ্যম মংডু ডেইলি নিউজ ও আরকান আপডেটের তথ্যমতে, শনিবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত জান্তা বাহিনীর এসএসএ যুদ্ধবিমান উত্তর মংডুর কিয়াও চাউং ডিভিশন ও গান চাউং ব্যাটালিয়নে অন্তত তিন দফা গোলাবর্ষণ করে। আকাশে একটি ওয়াই-১২ বিমানও উড়তে দেখা যায় বলে তাদের খবরে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় ডাব পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫
এ অঞ্চলে ২০২৩ সালের অক্টোবর থেকে জান্তা সেনাবাহিনী ও আরকান আর্মির মধ্যে সংঘাত চলছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে উত্তরের ২৭১ কিলোমিটার বিস্তৃত এলাকাজুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে বিদ্রোহী সংগঠনটি।
প্রতিনিধি/ এমইউ