জেলা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা অপু মুখার্জীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে তাহিরপুর বাজারের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অপু মুখার্জী তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক এবং সাবেক বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরে দায়ের হওয়া নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে অপু মুখার্জীকে গ্রেফতার করা হয়। ওই মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। এ ঘটনার সঙ্গে অপু মুখার্জীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
আরও পড়ুন
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি অপু মুখার্জীকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার (২৮ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/টিবি