জেলা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ এএম
বরিশালের বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ এলাকা সলিয়াবাকপুর থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।
আটক সাবিনা ইয়াসমিন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সদস্য। ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, দেশব্যাপী চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে উপজেলাজুড়ে অভিযান চলছে। এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে।
ওসি বলেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে কিনা সেগুলো খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বানারীপাড়া থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সাবিনা ইয়াসমিনের মেয়ে জামাই সক্রিয় ছাত্রলীগ কর্মী খালিদ মাহমুদ সোহাগ রাজধানীর মোহাম্মদপুরে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি বরিশালের বিভিন্ন স্থানে চোরাগুপ্তা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই কর্মসূচিতে অর্থদাতা হিসেবে মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনের নাম উঠে আসে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
প্রতিনিধি/টিবি