জেলা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী কণ্ঠস্বর শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধারা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরীর তালাইমারি মোড়ে রাজশাহী-ঢাকা মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় রুয়েট শিক্ষার্থীরাও পৃথক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজপথে নেমে আসেন।
তাদের অবস্থানে মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প সড়ক দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়।
![]()
কর্মসূচিতে এনসিপি জেলার নেতা নাহিদুল ইসলাম সাজু, যুবশক্তি নেতা শোয়াইব আহমেদ, মহুয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় পাশেই রুয়েটের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে দাঁড়ান। কর্মসূচিতে আধিপত্যবাদের বিরুদ্ধে ও শহীদ হাদির খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।
কর্মসূচিতে নেতারা জানান, খুনিরা ভারতে পালিয়ে থাকলেও তাদের ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। অন্যথায় নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। সন্ধ্যার পর কর্মসূচি শেষ হলে যানচলাচল স্বাভাবিক হয়।
এদিকে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর থেকেই রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয় ও বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।
প্রতিনিধি/এসএস