images

সারাদেশ

লালমনিরহাটে অস্ত্রসহ সাবেক শিবির নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দেশীয় অস্ত্রসহ শিবিরের সাবেক নেতাকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেছে ৬১ বিজিবি ব্যাটালিয়ন।

এর আগে, শনিবার সকালে ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আন্তর্জাতিক সীমানা পিলার ৮৪৬ নম্বর মেইন পিলারের কাছে পঁয়ষট্টিবাড়ি বিওপির টহলদল আতিক হাসান (২৫) নামের ওই শিবির নেতাকে করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় ধারালো ছোড়া (যার দৈর্ঘ্য-০২ ফিট ০৪ ইঞ্চি এবং চাওড়া-০২ ইঞ্চি) ও মোটর সাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা।

আতিক হাসান ইসলামপুর গ্রামের সীমান্ত পাড়া এলাকার বজলার রহমানের পুত্র এবং পাটগ্রাম পশ্চিম থানা শাখার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই সীমান্তের আউলিয়ারহাট নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে আতিককে আটকের সময় আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।

তারা হলেন, একই এলাকার আপতার উদ্দিনের পুত্র রহিদুল (৪২) এবং নুরু মিয়ার পুত্র জুলফিকার আলী (৩৫)।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি অস্ত্র আইনে মামলা দিয়েছে। তাকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এজে