images

সারাদেশ

তেঁতুলিয়ায় ভিক্ষুকদের পুনর্বাসনে উপকরণ বিতরণ

জেলা প্রতিনিধি

২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় জীবনমান উন্নয়নমূলক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।

এ সময় তিনি উপকরণপ্রাপ্ত ব্যক্তিদের ভিক্ষাবৃত্তি ত্যাগ করে আত্মনির্ভরশীল জীবন গড়ার আহ্বান জানান। পাশাপাশি আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির ইতিবাচক দিক তুলে ধরেন।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. হেলাল উদ্দিন ভুঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, সহকারী পরিচালক গোলাম ফারুক এবং উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু তাহেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

পাগলা মসজিদের দানবাক্সে দুপুর পর্যন্ত মিলল ৮ কোটি ২৩ লাখ টাকা

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে প্রাথমিক তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে একটি তালিকা প্রস্তুত করা হয়। প্রথম পর্যায়ে ১০ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে।

বিতরণ করা উপকরণের মধ্যে চারজনকে ব্যাটারিচালিত অটোভ্যান, চারজনকে মালামালসহ ভ্যান সাইকেল এবং দুইজনকে মুদি দোকান স্থাপনের প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।

কর্মসূচির মাধ্যমে উপকরণ প্রাপ্তরা ভিক্ষাবৃত্তি পরিহার করে স্বাবলম্বী জীবনে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

প্রতিনিধি/এসএস