images

সারাদেশ

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় আরও ২ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতা মোতালেব সিকদারকে গুলি করে হত্যা চেষ্টা মামলার সন্দেহভাজন দুই আসামি ঢাকাইয়া শামীম ও মাহাদিনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানায়, গত ২৬ ডিসেম্বর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা এলাকার বসুপাড়া হতে শীর্ষ সন্ত্রাসী শামীম সরদার ওরফে ঢাকাইয়া শামীম এবং উক্ত ঘটনায় উপস্থিত মাহাদিন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীমকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে, উক্ত ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করে এবং সে নিজেই মোতালেব সিকদারকে সরাসরি মাথায় গুলি করার বিষয়টি স্বীকার করে।

এর আগে বৃহস্পতিবার রাতে মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় তার সহযোগী আরিফ হোসেনকে (৩৫) আটক করে র‌্যাব। 

র‌্যাব-৬ জানায়, মোতালেব গুলিবিদ্ধ হওয়ার পর আটক আরিফ তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরীর ১০৯ মজিদ সরণির আল-আসকা মসজিদ গলির ‘মুক্তা হাউস’ নামে একটি বাসার নিচতলায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা, বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহত মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা, জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব তনিমা ওরফে তন্বীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬-৭ জনের নামে সোনাডাঙা মডেল থানায় একটি মামলা করেন। গত বুধবার মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এজে