images

সারাদেশ

স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে মৎস্যখাতের উন্নয়ন করতে হবে: ফরিদা

জেলা প্রতিনিধি

২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

মৎস্যখাতের টেকসই উন্নয়নে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘মৎস্য আড়ত ও বাজারে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।’

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, ‘মাছে অপদ্রব্য পুশ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে শুধু সরকার নয়, ব্যবসায়ী ও চাষিদেরও সচেতন হতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মাছ রফতানি বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মান বজায় রাখতে পারলে রফতানি আয় আরও বাড়বে।’

নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে জানিয়ে ফরিদা আখতার বলেন, ‘নির্বাচনের আগে মৎস্য আড়তসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’

এ সময় মৎস্য আড়ত মালিক ও মৎস্যচাষীরা তাদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। এসব সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে আশ্বাস দেন মৎস্য উপদেষ্টা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ সবুর, খুলনা অঞ্চলের মৎস্য অধিদফতরের পরিচালক জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদফতরের খুলনা অঞ্চলের পরিচালক ডা. গোলাম হায়দার, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা, জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।

এ ছাড়া ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনছারীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, মৎস্য আড়ত মালিক ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এফএ