images

সারাদেশ

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে বাসের চালকসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার দিবগত রাত সোয়া ১টার দিকে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদল ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক দুজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেওয়ান আজাদ জানান, রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী সড়কে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় শনাক্ত করার কাজ চলছে। 

এমএইচআর