images

সারাদেশ

ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

শীতের রাত নামলেই নদীজুড়ে নেমে আসে কুয়াশার নীরব চাদর। শুক্রবার রাতে সেই কুয়াশাই থামিয়ে দিল শরীয়তপুর–চাঁদপুর নৌরুটের ফেরি চলাচল। নদীপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা জমতে শুরু করে। ধীরে ধীরে দৃশ্যমানতা এতটাই কমে যায় যে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও নৌযানের নিরাপত্তা বিবেচনায় নিয়ে রাত থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।

thumbnail_1000301791

নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

আরও পড়ুন

এমন শীত আরো কতদিন, জানাল আবহাওয়া অধিদফতর

এদিকে হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাট এলাকায় কিছু যাত্রী ও যানবাহনকে অপেক্ষা করতে দেখা গেছে। শীতের কুয়াশা কাটলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে—এই আশায় যাত্রীরা ঘাটেই অবস্থান করছেন।

শীত মৌসুমে প্রায়ই কুয়াশার কারণে নদীপথে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই ঝুঁকি এড়াতেই এ সাময়িক সিদ্ধান্ত।

প্রতিনিধি/এসএস