images

সারাদেশ

ঝালকাঠিতে ঘাতক অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ আটক

জেলা প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দু’টি লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনাল থেকে আটক করেছে নৌ-পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো ওই লঞ্চে করে তারেক জিয়ার সমাবেশে নেতাকর্মীদের নিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে এলে বরিশাল নৌপুলিশ লঞ্চটি আটক করে।

বিএনপির মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো’র ব্যক্তিগত সহকারী নাজমুল হক লাবলু জানিয়েছেন, লঞ্চটি ইলেন ভুট্টো’র নেতাকর্মীদের ঢাকায় তারেক জিয়ার জনসভায় নেওয়ার জন্য ভাড়া করা হয়েছিল।

এ প্রসঙ্গে বরিশাল নৌপুলিশের পুলিশ সুপার নাজমুল হক বলেন, আমি লঞ্চটি দুর্ঘটনায় পতিত হওয়ার খবর পেয়ে ঝালকাঠিতে এসেছি। এখানে লঞ্চটি আটক করা হয়েছে। খোঁজ খবর নিয়ে দেখছি, কীভাবে দুর্ঘটনা ঘটেছে।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি ঝালকাঠিতে নোঙ্গর করার পর লঞ্চের সারেং, সুকানী, সুপারভাইজার ও ইঞ্জিন চালক পালিয়ে গেছেন। পুলিশের হেফাজতে থাকা চারজন কেবিন বয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯ এর সংঘর্ষ হয়েছে। যেহেতু জানতে পেরেছি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঘাতক, তাই এটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/ এমইউ