images

সারাদেশ

কুয়াশার তীব্রতায় শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ এএম

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে এবং রাতের সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে রাত ১২টার দিকে কুয়াশার তীব্রতায় নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়লে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

আরও পড়ুন: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

ফেরি চলাচল বন্ধের কারণে চাঁদপুর ও শরীয়তপুরের ফেরিঘাটের দুইপাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বেশকিছু যানবাহন আটকে পড়ে।

ইকবাল হোসেন জানান, কুয়াশার কারণে রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়, তবে মাঝপথে কোনো ফেরি নোঙর করে রাখা হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।