images

সারাদেশ

ঝিকরগাছায় ধান ভাঙানোর মেশিনবাহী ভ্যান উল্টে নিহত ১

জেলা প্রতিনিধি

২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

যশোরে ধান ভাঙানোর মেশিন বহনকারী ভ্যান উল্টে শওকত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক রাকিবুল ইসলাম (৪০)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামসংলগ্ন বাইসা বাজারে।

নিহত ব্যক্তির নাম শওকত আলী পানিসারা গ্রামের ইজ্জত আলী গাজীর ছেলে। এই ঘটনায় আহত ব্যক্তি টাঙ্গাইল জেলার ঘাটাইল গ্রামের আব্দুল গফুরের ছেলে ভ্যানচালক রাকিবুল ইসলাম। বর্তমানে তিনি হারিয়াড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শওকত আলী ধান ভাঙানোর জন্য ভ্যানচালক রাকিবুল ইসলামকে ভাড়া করেন। পরে বাইসা বাজার থেকে ধান ভাঙানোর মেশিন নিয়ে বাড়ি ফেরার সময় রাস্তার উঁচু-নিচু অংশে ধাক্কা লেগে ভ্যানের চালকের সিটের নিচের রড ভেঙে যায়। এতে চালক ছিটকে পড়লে ভ্যানটি উল্টে যায়। ভ্যানের ওপর বসে থাকা শওকত আলী পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেন এবং শওকত আলীকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ জানিয়েছেন, হাসপাতলে আমার সাথে সাথে লিয়াকত আলীকে চিকিৎসা দিতে গেলেই তার মৃত্যু হয়। লাশ বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত রয়েছে।

ঝিকরগাছা থানার এসআই রোকনুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/জেবি