জেলা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন গির্জা, খ্রিস্টান মিশন ও খাসিয়া পুঞ্জিতে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। শিশুদের নিয়ে কেক কাটা, ধর্মীয় সংগীত, বিশেষ প্রার্থনা ও নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। গীর্জাগুলোতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সবখানে ছিল চোখে পড়ার মতো আয়োজন।
সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল শহরের ‘শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লী’ গির্জায় বিশেষ উপাসনার মধ্য দিয়ে দিনের মূল কর্মসূচি শুরু হয়। প্রার্থনায় অংশ নেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ধর্মপল্লীর আওতাধীন ১৯টি খাসিয়া পুঞ্জিসহ মোট ৭৫টি চা-বাগান ও পুঞ্জির কয়েকশ ভক্ত সমবেত হন। প্রার্থনা শেষে ভক্তদের অংশগ্রহণে ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গির্জায় এসে ফুল দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানান।
শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার জেমস শ্যামল গমেজ যিশুখ্রিস্টের জীবন ও আদর্শ তুলে ধরেন। তিনি বড়দিন উপলক্ষে যিশুর শিক্ষা অনুসরণ করে হিংসা-বিদ্বেষমুক্ত একটি সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান।
প্রতিনিধি/একেবি