জেলা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
বরগুনার আমতলীতে একটি সরকারি পরিত্যক্ত ভবন ভেঙে ইট চুরির সময় চারজনকে আটক করেছে পুলিশ। এসময় ইট বহনের কাজে ব্যবহৃত একটি ট্রলিও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন সজিব (২৮), মো. বশির (২৫), মো. দেলোয়ার হোসেন (৩০) ও মো. জুয়েল মৃধা (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, আটক হওয়া ব্যক্তিরা পরিত্যক্ত ওই ভবনটি ভেঙে ইট ট্রলিতে বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
আটক হওয়া ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান অভিযুক্ত মো. জুয়েল মৃধাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি তিন আসামিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
এ বিষয়ে আমতলী উপজেলায় কর্মরত বিএডিসির সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম জানান, সরকারি সম্পদ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সরকারি ভবন ভেঙে ইট চুরির সময় চারজনকে আটক করে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিনিধি/একেবি