জেলা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
র্যাব-৯-এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৬০ কেজি গাঁজাসহ মো. জালাল হোসেন (৪৫) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেফতা হওয়া মো. জালাল হোসেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই (মুন্সিপাড়া) এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট উপজেলার দেওরগাছ বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় তারা গোপন সূত্রে জানতে পারে, চন্ডিছড়া চা-বাগানের ভেতরে কতিপয় কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টাকালে জালাল হোসেনকে আটক করা হয়। পরে ওই বস্তাগুলো থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/একেবি