images

সারাদেশ

রাজবাড়ী-১ আসনে মনোনয়নপত্র নিলেন ইসলামী আন্দোলনের আরিফুল ইসলাম

জেলা প্রতিনিধি

২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. আরিফুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রিটার্নিং অফিসার ও রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছ থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজবাড়ী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি সাব্বির হুসাইন, সাংগঠনিক সম্পাদক মীর্জা আব্দুল কাইয়ুম, জেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি আব্দুর রব, যুব আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম মিলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুর রহিম সুমন, ছাত্র আন্দোলনের জেলার সহ সভাপতি আব্দুল আলীম পাটোয়ারী সহ অনেকে।

উল্লেখ্য, মো. আরিফুল ইসলাম রাজবাড়ী জেলা সদরের পৌরসভা ৭ নং ওয়ার্ডের চরলক্ষীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (মাস্টার্স)  ডিগ্রী অর্জন করেন এবং এলএলবি অধ্যয়নরত। পেশা জীবনে তিনি একজন ব্যবসায়ী।

প্রতিনিধি/এমআই