images

সারাদেশ

মৌলভীবাজারে আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন  রাসেল আহমদ (৩৩): ধর্মবিষয়ক সম্পাদক, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ; তোতা মিয়া (৬৫): ধর্মবিষয়ক সম্পাদক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১নং ফতেপুর ইউনিয়ন, রাজনগর; আব্দুল বাছিদ (৫৫): প্রচার সম্পাদক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১নং ফতেপুর ইউনিয়ন, রাজনগর; মো. কাসেম আলী (৩৬): সদস্য, শ্রীমঙ্গল শ্রমিক লীগ; মো. বাবেল আহমদ (৩৭): ক্রীড়া সম্পাদক, জুড়ী উপজেলা যুবলীগ। 

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৯ দিনে জেলায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের মোট ৬২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/একেবি