images

সারাদেশ

মাদারীপুরে চাঁদা না দেওয়ায় ঠিকাদারি মালামালে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি

২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

মাদারীপুরে দুর্বৃত্তদের দেওয়া পেট্রোলের আগুনে এলজিইডির সড়ক নির্মাণকাজে ব্যবহৃত ঠিকাদারি মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় সড়কের কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী ঠিকাদারের অভিযোগ অনুযায়ী, মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার বাবুল আকন। অভিযোগে বলা হয়, বেশ কিছুদিন ধরে এলাকার কয়েকজন বখাটে ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

চাঁদার টাকা না দেওয়ায় বুধবার রাতে মাদ্রা কলেজের ভেতরে সড়ক নির্মাণকাজে ব্যবহৃত ঝুটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে প্রায় ১ হাজার বস্তা ঝুট পুড়ে যায়। পালানোর সময় তারা বিটুমিন ও গাড়ির লোহার যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, এ ঘটনায় তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

প্রতিনিধি/একেবি