images

সারাদেশ

তারেক রহমানের আগমনে মাদারীপুর ছাড়লেন ৩০ হাজার নেতাকর্মী

জেলা প্রতিনিধি

২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আমগনকে ঘিরে মাদারীপুর থেকে রাজধানী ঢাকায় গেছেন দলীয় নেতাকর্মীরা।

বুধবার দিনব্যাপী ও বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত ৩০ হাজারের বেশি নেতাকর্মী আনন্দ উল্লাস নিয়ে জেলা ছাড়েন।

জেলা বিএনপির নেতারা জানান, দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানানোর পাশাপাশি জনসভায় যোগ দিতে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে রাজধানী ঢাকায় ছোটার ঢল নেমেছে। প্রিয় নেতাকে একনজর দেখতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, শকুনি লেক, পৌর ঈদগাহ মাঠ, বিসিক শিল্প নগরী, চৌরাস্তা এলাকায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হন। পরে সেখান থেকে তারা যানবাহনে ঢাকার পথে যাত্রা শুরু করেন। এ সময় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে যাত্রা শুরু করেন দলীয় নেতাকর্মীরা।

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান জানান, দীর্ঘ ১৭ পর তারেক রহমানকে দেশের মানুষ কাছে পাবেন। স্বাভাবিকভাবে সবাই খুশিতে আত্মহারা। তারেক রহমান দেশে না থাকলেও নেতাকর্মীদের কাছাকাছি ছিলেন। অনলাইনে তার বক্তব্য শুনেছেন। এখন সবাই স্বচোখে দেখবেন। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সারা দেশের মানুষ উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন এই ২৫ ডিসেম্বরের জন্য।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে দেওয়া হবে সংবর্ধনা। যেখানে লাখ লাখ লোকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি